Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় অস্ত্র গুলিসহ ছিনতাইকারী আটক

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা ঃ নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশী পিস্তল ও গুলিসহ ছিনতাইকারী আটক করেছে ঢাকা র‌্যাব-২ এর সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পাশে র‌্যাবের গাড়িতে সন্ত্রাসীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে গাড়ির গতি রোধ করে। এ সময় গাড়িতে থাকা ঢাকা র‌্যাব-২ এর সদস্যরা ধাওয়া দিয়ে উপজেলার চর মঙ্গলহাটা গ্রামের কওছার মুসল্লীর ছেলে এনায়েত মুসল্লী (২৫) কে আটক করে। তার সহযোগী অন্য দু’জন মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। র‌্যাব-২ এর কোম্পানী কমান্ডার মেজর আতাউর রহমান জানান, এনায়েত মুসল্লী ধাওয়া খেয়ে পাশর্^বর্তী পুকুরে পড়ে যায়। সেখান থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত। তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোহাগড়ায় অস্ত্র গুলিসহ ছিনতাইকারী আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ