Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি ক্ষমতায় যেতে রাষ্ট্রকেই দুর্বল করতে চায়

আলোচনা সভায় ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০২ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এই সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়নের দক্ষতা।
বিএনপিকে তাদের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়াম তথা দাতাগোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। দাতাদের দয়ার ওপর নির্ভর করেই তখন বাজেট হতো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে শেখ হাসিনার সুদক্ষ ও ভবিষ্যৎমুখী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিদেশ নির্ভরতা নয়, নিজস্ব সম্পদের ওপরে ভিত্তি করেই এখন বাজেট প্রণীত হচ্ছে। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে। তিনি বলেন, বাংলাদেশের লড়াকু জনমানুষের আর্থ-সামাজিক সফলতাকেও অস্বীকার করছে বিএনপি। দেশের ইতিহাসে বিএনপির শাসনকালেই দুর্নীতি আর অনিয়মের বীজ রোপিত হয়। বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতাদানকারী। বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে—সবই চর্চা করেছে এবং করছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ক্ষমতার জন্য স্বাধীন রাষ্ট্রকেও দুর্বল করতে চায়। তারা সরকারের বিরুদ্ধাচরণ করতে গিয়ে দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করছে। সরকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অচল ও অন্তঃসারশূন্য এবং ঢালাও অভিযোগ আনছে বিএনপি। তাদের ‘হাওয়া ভবন’ নামের ‘খাওয়া ভবন’ আওয়ামী লীগ সৃষ্টি করেনি। বিএনপির রাজনৈতিক মানসজুড়ে অনিয়ম আর সম্পদ লুণ্ঠনের প্রতিচ্ছবি। তাই তো বিএনপি হেলুসিনেশনে ভুগছে। হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি মরিয়া। তাই তারা দেশকে আবারও অন্ধকারের গহিনে নিয়ে যেতে চায়, কিন্তু জনগণ বিএনপিকে সেই সুযোগ আর দেবে বলে মনে হয় না।
হকার্স লীগের আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউতে আরও উপস্থিত ছিলেন ড. আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ