পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রূপালী ব্যাংকের চাঁদপুর জোনাল অফিসের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ হাবিব উল্লাহ ম্যানশনের ৩য় তলায় অবস্থিত নতুন জোনাল অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কুমিল্লা বিভাগীয় প্রধান(অতিরিক্ত দায়িত্ব) মো. মজিবর রহমান।
চাঁদপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রূপক কুমার রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ মঞ্জুর মোর্শেদ আলী, কুমিল্লা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. কুদ্দুছ মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা এবং চাঁদপুর জোনের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপকসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।