Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমটিসি গ্লোবাল-আইসিটি এ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ চেয়ারম্যান মোঃ সবুর খান

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মোঃ সবুর খান “এমটিসি গ্লোবাল আউটস্ট্যান্ডিং কর্পোরেট এ্যাওয়ার্ড -আইসিটি ২০১৬” পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অসামান্য অবদান এবং আইসিটি ও শিক্ষা খাতে বলিষ্ঠ নেতৃত্ব ও অঙ্গীকার বাস্তবায়নের জন্য ভারতের এমটিসি গ্লোবাল মোঃ সবুর খানকে এই সম্মাননা প্রদান করে। এমটিসি গ্লোবাল হচ্ছে ম্যানেজমেন্ট শিক্ষকদের একটি কনসোর্টিয়াম, যা বিশে^র ৩৫ দেশে বিস্তৃত।
টিসিএসের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আদানী গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমান্ডার (অব.) প্রফেসর ভূষণ দেওয়ান এবং এমটিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর ড. ভোলানাথ দত্ত যৌথভাবে গত ১৭ সেপ্টেম্বর ভারতের ব্যাঙ্গালুরে অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিক গ্লোবাল কনভেনশনে মোঃ সবুর খানের হাতে এ সম্মাননা তুলে দেন। ড. উইন্সটন জ্যাকব, প্রফেসর, নিটিন গ্রাগ এবং ড. সাওরুপ রেড্ডি এ সময় উপস্থিত ছিলেন। সমাপনী অধিবেশনে মোঃ সবুর খান “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানসম্মত উচ্চশিক্ষায় ব্যতিক্রমী উদ্ভাবন : শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক প্রেক্ষাপট” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, এবং সৌদি আরবের শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমটিসি গ্লোবাল-আইসিটি এ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ চেয়ারম্যান মোঃ সবুর খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ