পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার নিয়ে দলের ২০তম জাতীয় কাউন্সিল করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর সেই কাউন্সিলকে সামনে রেখে সেøাগান নির্ধারণ করেছে দলটি। দলের কাউন্সিলের সেøাগান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে ঠিক করেছেন।
গতকাল সোমবার বিকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ বৈঠক শেষে এতথ্য জানান দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি জানান, আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দূর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ এই সেøাগান নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে হাছান বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সম্মেলনের সেøাগান নির্ধারণ করে দিয়েছেন। এবার সেøাগান হবে, ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দূর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ারার।’
ক্ষমতার ধারাবাহিকতা ধরে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হবে জানিয়ে হাছান বলেন, বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার জন্য উন্নয়নের মহাসড়কের চাকা আরও বেগবান করা হবে। ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে চাই এই সম্মেলনের মাধ্যমে।
একই সঙ্গে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের অবস্থা কোথায় ছিল, ২০০৯ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আরোহন করার সময় দেশের অবস্থা কি ছিল এবং আওয়ামী লীগের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বর্তমানে দেশের অবস্থা কি এর তুলনামূলক তথ্য বিবরনী তুলে ধরার জন্য একটি বুকলেট সবার হাতে তুলে দেয়া হবে বলেও জানান দলের প্রচার সম্পাদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।