Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাতক মিলন কারাগারে

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : প্রেমের প্রস্তাবে রাজী না ডাসার থানার আলিসাকান্দি গ্রামের স্কুলছাত্রী মিতু (১৬) ছুরিকাঘাত করে হত্যা মামলায় পুলিশ মিলন মন্ডলকে ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালতে সোমবার তাকে কারাগারে প্রেরণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজিদ এ রিমান্ড আবেদন করেন। কোর্ট ইন্সপেক্টর সাজাহান জানান আসামী ফৌ:কা:বি: ১৬৪ ধারামতে ম্যাজিস্ট্রেট এর জবানবন্দী প্রদান করার ইচ্ছা করায় সোমবার বিকেলে ম্যাজিস্ট্রেট-এর কাছে জবানবন্দী শেষ হয়েছে। এদিকে মামলার সিডি (কেস ডায়েরী) না থাকায় আসামীর রিমান্ড শুনানী হয়নি।
আদালতের আরেকটি সূত্র জানায়, আসামী মিলন হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেট ফৌজিয়া হাফসার আদালতে জবানবন্দী প্রদান করেছে।
উল্লেখ্য, ডাসার থানার নবগ্রাম এলাকার আলিসা কান্দি গ্রামের নির্মল মন্ডলের মেয়ে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মিতু স্কুলে আসার সময় একই গ্রামের বিরেন্দ্র নাথ মন্ডলের বখাটে ছেলে মিলন মন্ডল (১৮) নিয়মিত প্রেম নিবেদন করে আসছিল। কিন্তু স্কুলছাত্রী মিতু তা প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে স্কুলে আসার সময় পথিমধ্যে ছুরিকাঘাত করে রোববার সকালে হত্যা করে। এ সময় গ্রামবাসী বখাটে মিলন মন্ডলকে আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘাতক মিলন কারাগারে

২০ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ