Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন স্থানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গতকাল সোমবার কিশোরগঞ্জে ১ কৃষক, জেলার নিকলী উপজেলায় ২ জেলে, রাজশাহীর পুঠিয়ায় ১ কৃষক, গাইবান্ধায় ১ স্কুলছাত্র, বগুড়ার গাবতলীতে ১ দিনমজুর ও ব্র্রাহ্মণবাড়িয়ায় ১ জন বজ্রপাতে নিহত হন।
এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন। রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে বজ্রপাতে শাহ আবদুল আজিজ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তার লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম শেখ সাদী। জানা যায়, নিহত ব্যক্তিসহ দুইজন ধানী জমিতে কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে মো. নিজাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন কাটাখাল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন বাড়ির পাশে নিজ জমিতে কাজ করছিলেন। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন দুই জেলে। নিহত ব্যক্তিরা হলেন মো. নুরুল ইসলাম (২০) ও রুস্তম আলী (৩০)। ওই সময় তাদের সঙ্গে থাকা আরও দুই জেলে বজ্রপাতে আহত হন। সোমবার বেলা একটায় নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর হাওরে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা জেলা সংবাদদাতা জানান, জেলার সদর উপজেলায় বজ্রপাতে আরিফ মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার জানেরপাড় গ্রামে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আরিফ মিয়া ওই গ্রামের আয়নাল হকের ছেলে। সে স্থানীয় সোনার বাংলা ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মালিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদুল মিয়া জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খেলাধুলা করছিল।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, গতকাল সোমবার সকালে বগুড়া গাবতলীর নাড়–য়ামালা প্রথমাছেও বিলের মধ্যে বজ্রপাতে দিনমজুর তবিবর রহমান (৫০) নিহত হন এবং কমপক্ষে ৫ জন গুরুতরভাবে আহত হন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ঐদিন সকাল ৮টায় বিলে ৭ জন দিনমজুর ধানক্ষেতের মধ্যে নিড়ানীর কাজ করছিল। এসময় হঠাৎ আকাশে ব্রজপাত ঘটলে দিনমজুর তবিবর রহমান ঘটনাস্থানে মৃত্যু হয়। নিহত তবিবর রহমান প্রথমাছেও গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিভিন্ন স্থানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ