Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা টু কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট শুরু বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০০ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী বৃহস্পতিবার (৩ জুন) থেকে ঢাকা টু কক্সবাজার রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। গতকাল সোমবার বাংলাদেশ বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, বিস্তারিত তথ্য ও টিকেট সংগ্রহের জন্য বিমানের যেকোনো সেলস অফিস, ওয়েবসাইট, কল সেন্টার, অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ঢাকা টু কক্সবাজার রুটে ফ্লাইট শুরু হচ্ছে। আজ মঙ্গলবার থেকে এ রুটে ফ্লাইট চালাতে এয়ারলাইন্সগুলোকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক সূত্র জানায়, আপাতত দিনে কক্সবাজারে সর্বোচ্চ দুটি করে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো। ##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ