Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধান মিলেছে ফখরুল হাসান বৈরাগী ছিলেন প্রথম স্ত্রীর সন্তানদের কাছে

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ৪১ দিন নিখোঁজ থাকার পর প্রবীণ অভিনেতা, নাট্যকার ফখরুল হাসান বৈরাগীর সন্ধান মিলেছে। সোমবার সকালে হঠাৎ তিনি কলাবাগান থানায় এসে উপস্থিত হন। এ সময় বৈরাগী জানান, গত ৪১ দিন তিনি তার প্রথম স্ত্রীর ছেলে-মেয়ের কাছে ছিলেন। কেরানীগঞ্জে তার ছেলের বাসায় ছিলেন বলে পুলিশ জানায়।
থানায় বৈরাগী বলেছেন, পারিবারিক কলহ ও দ্বিতীয় স্ত্রী রাজিয়া হাসানের সঙ্গে রাগারাগি করে তিনি ঘটনার দিন বাসা থেকে বের হয়ে যান। পত্র-পত্রিকায় খবর দেখে তিনি জিডি করার ইচ্ছা পোষণ করেন।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, সকালের দিকে বৈরাগী থানায় আসেন। এ সময় তিনি বলেন, আমি হারিয়ে যাইনি। এ কারণে থানায় জিডি করতে এসেছি। এরপরই তাকে ডিএমপি মিডিয়া সেন্টারে পাঠানো হয়।
ঢাকা মেট্রেপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান বলেন, বৈরাগীকে থানা থেকে মিডিয়া সেন্টারে আনা হয়েছে। তিনি নিজেই বাসা ছেড়ে প্রথম স্ত্রীর সন্তানদের কাছে গিয়েছিলেন কাউকে কিছু না জানিয়ে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট নিখোঁজ হন নাট্যকার-চলচ্চিত্র নির্মাতা ফখরুল হাসান বৈরাগী। এরপর তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া হাসান তার সন্ধানে বিভিন্নস্থানে খোঁজ-খবর নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ধান মিলেছে ফখরুল হাসান বৈরাগী ছিলেন প্রথম স্ত্রীর সন্তানদের কাছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ