Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে কান্নার রোল

‘গুম’ ব্যক্তিদের ফেরার অপেক্ষায় স্বজনরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ১২:০০ এএম

আওয়ামী লীগের শাসনামলে গত কয়েক বছরে ‘গুম’ হওয়া ব্যক্তিদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। ‘গুম’ হওয়া ব্যক্তিরা বেঁচে আছেন কি-না জানেন না তাদের মা-বাবা-ভাই-বোন-স্ত্রী সন্তানেরা। বেঁচে আছে নাকি চিরতরে হারিয়ে গেছে তারা এই উৎকণ্ঠায় দিন পার করছেন। গতকাল শুক্রবার গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের অনেকে হাজির হয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিতে। তারা আকুতি জানিয়েছেন হারানো স্বজনদের ফিরিয়ে দিতে। কেউ কেউ স্বজন মৃত্যু হলেও তাদের লাশের সন্ধান দেয়ার আকুতি জানিয়েছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা ২০১২ সালে গুম হওয়া ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার বাবা ও তার গাড়িচালক গুম হন। এ অন্যায়ের প্রতিকার পেতে হলে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
ইসমাইল হোসেন বাতেন ২০১৯ সালের ২০ জুন থেকে নিখোঁজ হন। মানববন্ধনে অংশ নিয়ে তার মেয়ে আনিসা ইসলাম বলেন, বাবাকে ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনী র‌্যাবের কাছেও অভিযোগ করেছি আমরা। কিন্তু দুই বছর হয়ে গেলেও এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বোন ও ‘মায়ের ডাক’ সংগঠনের সভাপতি আফরোজা ইসলাম আঁখি।
আলোকচিত্রী শহীদুল আলম বলেন, এখানে অনেকে আমাদের সঙ্গে রয়েছেন যারা জানেন না তাদের স্বজনরা কোথায় আছে। তাদের যখন নিয়ে যাওয়া হয়েছে তখন তারা সেই কষ্ট নিয়ে এখনো জানতে চান তারা কোথায় আছেন, আমরা কি তাদের খোঁজ পাব? তাদের কবর জিয়ারত করতে পারব? যে সরকার বৈধতা দাবি করে তার জনগণকে এভাবে গুম করে তাদের সম্পর্কে আমরা কী ভাবব? তিনি বলেন, এখানে যে শিশুরা রয়েছে তারা বছরের পর বছর অপেক্ষা করছে, কিন্তু ছবির মানুষটা কী অবস্থায় আছে জানে না। তাদের খুঁজে বের করার কোনো উদ্যোগ নেই।

মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিবছরই স্বজনরা বুক চাপড়ে নিখোঁজ স্বজনদের ফিরে পেতে চান, তাদের খবর জানতে চান। এখানে অনেক শিশুরা তাদের কথা বলেছেন, যা শুনে আমার চোখের কোণে পানি এসেছে। যতবারই এই অনুষ্ঠানে আসি, ততবারই এই হৃদয়বিদারক দৃশ্য বুকের ভেতর নিতে হয়েছে।
নুরুল হক নুর বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫০ বছরে এসেও এসব নিখোঁজদের ছবি নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। শুধু ভিন্নমত ও রাজনীতির কারণে তাদের গুম করা হয়েছে। বিরোধীদলের মনোভাব ভেঙে দিতে এমন করা হয়েছে।

এ সময় হারিয়ে যাওয়া ব্যাক্তিদের স্ত্রী-সন্তানরা নিখোঁজ ব্যাক্তিদের সন্ধান চেয়ে আকুতি জানান। তাদের আকুতি যেকোনো উপায়ে হারিয়ে যাওয়া স্বজনের জীবিত অথবা মৃত ফিরিয়ে দেয়া হোক। অথবা তাদের সন্ধান দেয়া হোক।


আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ
আজ শনিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্যাপনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে সকালে “শান্তিরক্ষী র‌্যালী-২০২১” অনুষ্ঠান উদ্বোধন করবেন। পরবর্তীতে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের নিকট-আত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে।
সেনাকুঞ্জে শহীদ শান্তিরক্ষীদের নিকট-আত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে ভিটিসির মাধ্যমে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্যগণ, তিন বাহিনী প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।-আইএসপিআর



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৯ মে, ২০২১, ৩:৫৭ এএম says : 0
    প্রতিশোধ নিতে হবে তোমরা সাহসিকতার সাথে দরয্য ধরে অপেক্ষা কর ,ইনসআললাহ,আমরা প্রতিহিংসা নয় একদিন প্রতিশোধ নিবে। এই অত্যাচার অবিচার হত্যা ঘুম খুনের বিচার হবে।
    Total Reply(0) Reply
  • Md Sirajul Islam ২৯ মে, ২০২১, ৫:০৮ এএম says : 0
    একমাএ সমাধান সরকার পরিবর্তন হলে সব গুম খুনের বিচার পাবে তাদের পরিবার।
    Total Reply(0) Reply
  • Mujakkir Talukder ২৯ মে, ২০২১, ৫:০৮ এএম says : 0
    গুম,খুন ক্রস ফারায় না করলে ত ক্ষমতায় ঠিকে থাকা দায়,তাই এগুলা করা লাগে আপনারা কিচ্ছু মনে নিয়েন না।
    Total Reply(0) Reply
  • Dulal Ahmed Dulal Ahmed ২৯ মে, ২০২১, ৫:০৮ এএম says : 0
    এইটা ভারতি আগ্রাসনের ফল যে কথা বলবে বিচার কি একেবারে গুম করা হবে,দেশে কি আইন আছে রাজতন্ত্র বিদ্যমান
    Total Reply(0) Reply
  • Atiqul Islam ২৯ মে, ২০২১, ৫:০৯ এএম says : 0
    সব সরকার ক্ষমতায় চিরকাল থাকার জন্যে গুম খুনের পথ বেঁচে নেয়। কারন জনগন যত ভয়ে থাকবে সরকার ততদিন ক্ষমতায় থাকতে পরাবে।
    Total Reply(0) Reply
  • Noble Karim ২৯ মে, ২০২১, ৫:১০ এএম says : 0
    গুম, খুন ও ক্রস ফায়ার আমাদের দেশে একটা সাধারন ঘটনা। এ সব ঘটনা দেখতে দেখতে জনগণের মধ্যে এখন তেমন কোন প্রতিক্রিয়া হয় না। জনগণ মেনেই নিয়েছে বিচারহীনতা বর্তমান সমাজের অংশেই পরিনত হয়েছে। সাগর -- রুনি, বুয়েট ছাত্র আরবারসহ ইতিমধ্যে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সর্বশেষ মেজর ( অবঃ ) সিনহা হত্যা নিয়ে চলছে তদন্ত, দ্যাখাযাক পূর্বের মতই ঘটে না কি ব্যতিক্রম কিছু! অপেক্ষায় রয়েছে দেশবাসী।
    Total Reply(0) Reply
  • Rezaul Haque ২৯ মে, ২০২১, ৫:১০ এএম says : 0
    এটা একটা রাষ্ট্রের জন্য শুভ কার ন্যায়। এটা য়ে বা য়ারাই করছে। সব দেষ সরকারের উপর পরছে।সর কার এই দায় এড়াতে পারবে না। একটা সময় এর মূল্য এমন ভাবে দিতে হবে। তাদের পায়ের নিচে মাটি খুঁজে পাবে না। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুম

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ