পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : রবি গেম হাব নামে একটি ওয়াপ গেমিং পোর্টালের সব গেমিং সার্ভিস এনেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। পোর্টালটি থেকে রবি গ্রাহকরা তাদের পছন্দের গেম সার্ভিসটি গ্রহণ করতে পারবেন। পোর্টালটিতে রয়েছে ফ্রিমিয়াম গেমস, প্রিমিয়াম গেমস, অনলাইন গেমস, অফলাইন গেমস, ইন-অ্যাপ পারচেজ গেমস, ট্রাই অ্যান্ড বাইসহ আরো অনেক গেমস। গ্রাহকদের হাতে বিভিন্ন ক্যাটাগরির ও দামের গেম পৌঁছে দিতে প্লাটফর্মটির সাথে যুক্ত হয়েছে জনপ্রিয় স্থানীয় ও আন্তর্জাতিক গেমিং পার্টনাররা। িি.িৎড়নরমধসবযঁন.পড়স সাইটটি ভিজিট ও পছন্দের গেমিং সার্ভিসটি গ্রহণ করতে গ্রাহকদের মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। গ্রাহক কোন ডাটা প্যাকেজ ও সার্ভিস গ্রহণ করবেন তার ওপর নির্ভর করবে ডাটা চার্জ ও সার্ভিস ফি।
রবি গেম হাবে অপেরা অ্যাপস অ্যান্ড গেম ক্লাব, গেমলফট গেম ক্লাব, ইএ গেমস ক্লাব, নাজারা গেমস ক্লাব, ওয়াও গেমস, গেম অর্কেড, গেম জোন, রবি প্লে ও ইগেমারস-এর গেমগুলো পাওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।