Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংক ও নেক মানি ট্রান্সফারের মধ্যে রেমিট্যান্স অ্যারেঞ্জমেন্ট চুক্তি

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্মসূত্রে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্পতম সময় ও সহজতম উপায়ে দেশে আত্মীয়-স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে স¤প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড যুক্তরাজ্যকেন্দ্রিক নেক মানি ট্রান্সফার লিমিটেডের সাথে রেমিট্যান্স অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষর করে। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান এবং নেক মানি ট্রান্সফার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইকরাম ফরাজী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মনীন্দ্র কুমার নাথ ও মো: কামরুল ইসলাম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ মাসুম, মতিউল হাসান ও মোহাম্মদ ইসমাইল এবং নেক মানি ট্রান্সফার লিমিটেডের পরিচালক ও ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা: আনোয়ার ফরাজী ইমন, নেক মানি ট্রান্সফার লিমিটেডের পরিচালক হাজী আব্দুল কুদ্দুস ফরাজী ও কান্ট্রি ম্যানেজার শামীম আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেন্টাইল ব্যাংক ও নেক মানি ট্রান্সফারের মধ্যে রেমিট্যান্স অ্যারেঞ্জমেন্ট চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ