Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটি শেষে প্রথম কার্যদিবসে সূচকের উত্থান

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঈদ উপলক্ষে টানা ৯ দিন ছুটির পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় বাজারে সূচকের উত্থান হয়েছে। পাশাপাশি এদিন বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে। এর ফলে টানা সাত কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়ল। গতকাল রোববার সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
এরপর শুরু হয় সূচক বৃদ্ধির প্রবণতা, যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২২, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৪ পয়েন্ট।
ডিএসইতে গতকাল মোট ৩১৮টি কোম্পানির আট কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৮৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ারের দাম ৩১৪ কোটি ৯২ লাখ ১৪ হাজার ২৫৪ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩০টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির কোম্পানির শেয়ারের। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৪৬২৩ দশমিক ৯৮ পয়েন্ট, ডিএস-৩০ ইনডেক্স ৬ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৭৬৫ দশমিক ৭৪ পয়েন্ট ও ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১১১১ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে দাম বাড়ায় শীর্ষে থাকা ১০টি সিকিউরিটিজ হলো : এসইএমএল লেকচার ইক্যুইটি, কেডিএস এক্সেসরিজ, ন্যাশনাল টিউবস, এপেক্স ফুডস, প্রথম প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এফএএস ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, রূপালী ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
ডিএসইতে দাম কমায় শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো : সাভার রিফ্যাক্টরিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গেøাবাল ইন্স্যুরেন্স, সমতা লেদার, মেঘনা কনডেন্সড।
সিএসইতে গতকাল ৩৫ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টি, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি সিকিউরিটিজ হলো লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাব, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, মবিল যমুনা বাংলাদেশ ও বিএসসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুটি শেষে প্রথম কার্যদিবসে সূচকের উত্থান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ