Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুনিয়ার আত্মহত্যা জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন তার বড়বোন নুসরাত জাহান। তুলে ধরেন নিজের বক্তব্য। তার কথা শেষে কিছু প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। কিন্তু তার কোনো জবাব দেননি তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। আয়োজনে ছিল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান তানিয়া প্রমুখ।

উক্ত সংবাদ সম্মেলনে মামলার জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি পেশ করা হয়। অন্যথায় ৭ কার্যদিবস পরে দাবি আদায়ের লক্ষ্যে নির্যাতিত ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণকে নিয়ে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সাথে মোসারাত জাহান মুনিয়া হত্যাকান্ডকে শুরু থেকেই আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুনিয়ার আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ