Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি-রাজনৈতিকভাবে লড়াই করবে বিএনপি-মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিকভাবে মোকাবিলার কথা ভাবছে বিএনপি। গতকাল শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।
বিভিন্ন মামলার রায় ঘোষণার কাছাকাছি পর্যায়ে সেই প্রেক্ষাপটে আইনি লড়াইয়ের পাশাপাশি কি ভাবছেন জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, মিথ্যা মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করার এর আগে আমরা বেশকিছু আন্দোলনও করেছি। আমরা আবারো এই বিষয়টি নিয়ে কথা বলছি। এই ব্যাপারে যতটুকু সম্ভব আমরা রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করব।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ বেশ কয়েকটি মামলার বিচার প্রক্রিয়া এখন শেষ পর্যায় আছে। আগামী দুই-একমাসের মধ্যে রায়ের পর্যায় আসবে।
সকালে নয়া পল্টনের কার্যালয়ে অঙ্গসংগঠনের এক যৌথ সভা হয়। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন ও হজ শেষে তার দেশে ফেরার বিষয়টি নিয়ে এই সভায় আলোচনা হয়। আজ মঙ্গলবার খালেদা জিয়ার কারামুক্তি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যৌথ সভা শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১১ সেপ্টেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস ছিল। যেহেতু ঈদের সময় ছিল, এই দিবসটি পালন করতে আমরা পারিনি। সেই কারণে আগামী মঙ্গলবার ২০ সেপ্টেম্বর বিকাল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি।
আগামী ২২ তারিখ হজ পালন শেষে খালেদা জিয়া দেশে ফিরে আসলে সেদিন তাকে অনাড়ম্বর সম্বর্ধনা দেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি-রাজনৈতিকভাবে লড়াই করবে বিএনপি-মির্জা ফখরুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ