Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। এরা হলেন, মতিউর রহমান রকেট (৭০) ও আবুল কালাম (৫৫)। গতকাল রোববার দুপুরে অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম জানান, ওই দুই কয়েদি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর সোয়া একটার দিকে মতিউরকে এবং বেলা ১২টার দিকে আবুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মতিউরের পিতার নাম মজিবুর রহমান এবং আবুলের পিতার নাম আল-আহমেদ। হৃদক্রিয়া বন্ধ হয়ে ওই দুই কয়েদির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ