Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জরুরি পাসপোর্টের আবেদন জমা নেয়া হবে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ৭:২৭ পিএম

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রাখবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।
অধিদফতর জানায়, শুধুমাত্র ‘জরুরি’, ‘অতীব জরুরি’ ক্যাটাগরি (এক্সপ্রেস-সুপার এক্সপ্রেস) ও ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের পাসপোর্ট ছাড়া আপাতত অন্যসব পাসপোর্ট আবেদন জমা নেয়া হবে না। তবে স্বাভাবিক নিয়মে পাসপোর্টের ডেলিভারি কার্যক্রম চলবে। আগামী ৩০ মে পর্যন্ত এভাবেই কার্যক্রম চালাবে অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান। আদেশে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জরুরি ও গুরুত্বপূর্ণ পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ করা হবে। অধিদফতরের প্রধান কার্যালয়ের সব শাখার দাফতরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান থাকবে। এছাড়াও অধিদফতরের আগারগাঁওয়ের পার্সোনালাইজেশন সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালু থাকবে। উত্তরার পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স, ই-পাসপোর্ট প্রিন্টিং ও বেসিক ক্লিয়ারেন্স শাখার কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। পাশাপাশি সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৫ মে, ২০২১, ১১:৪২ পিএম says : 0
    বেশী জরুরী ওমান প্রবাসীদের পাসপোর্ট নাবায়ন ,করার ,বেশি জরুরি। পবাসীরা অনেক সমস্যায় আছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাসপোর্ট

২৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ