Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আসছেন আজ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০০ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলকান বাজকার আজ মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে তুরস্কের এই কূটনীতিক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গতকাল সোমবার ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভলকান বাজকার ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তব্য রাখবেন। তার এই বক্তব্যটি বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে-বৈশ্বিক সংকট ও জরুরি অবস্থা নিরিখে হবে বলে জানা গেছে।

তিনি জাতিসংঘের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেখা করতে কক্সবাজারেও যাবেন। তাকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএইচসিআর প্রতিনিধির গৃহীত গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে অবহিত করা হবে এবং পর্যবেক্ষণ করানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ সাধারণ পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ