Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া থেকে মুফতি আমীর হামজা আটক

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০০ এএম

মুফতি আমীর হামজাকে সাদা পোশাকে প্রশাসনের পরিচয়ে তার কুষ্টিয়া সদরের নিজ বাড়ী ডাবুরাভিটা থেকে নিয়ে গেছে। সোমবার বিকাল ৫টার দিকে আমির হামজা তার নিজ বাড়িতে গেলে তাকে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবারিক সূত্রে জানানো হয়। মুফতি আমির হামজাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল।
মুফতি আমির হামজার দাদা জান মোহাম্মদ জানান, আমির হামজা আজকেই বাড়িতে তার মা-বাবার সাথে দেখা করতে এসেছিল। সে সময় প্রশাসনের পরিচয়ে তাকে নিয়ে গেছে।
মুফতি আমির হামজার স্ত্রী তামান্না সুলতানা জানান, বিকাল ৫টার দিকে আমার শ্বশুর বাড়িতে ৬/৭ জন সাদা পায়জামা পাঞ্জাবী পরা ব্যক্তি প্রবেশ করেন। কোন কিছু বলার আগেই তাকে হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে কালো একটি হায়েস গাড়ীতে তোলেন। পরে ওই সাদা পোশাকধারীরা গাড়ীতে উঠে তাদের কালো পোশাক কটি গায়ে দিয়ে গাড়ী টান দেন। তাদের কাছে রাইফেলসহ অস্ত্রও ছিল। তিনি তার স্বামীকে উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করছি।
মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে। কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যম তার পালিয়ে বেড়ানোর খবর প্রচার করে। তবে তিনি সে বক্তব্য প্রত্যাখান করে বিবৃতিও দেন। আমির হামজা বলেছিলেন, আমি চোর নই যে পালিয়ে বেড়াবো। এরই মধ্যে চুয়াডাঙ্গায় প্রোগাম শেষ করে বাড়িতে এলে তাকে আটক করা হয়।
মুফতি আমির হামজা বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। আকিজ গ্রুপের ঢাকার মসজিদের খতিবের দায়িত্বও পালন করছেন তিনি।
পুলিশের দাবি, আমির হামজা ওয়াজ মাহফিলের নামে ইসলামের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে ছড়ানো তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদে উসকানিমূলক, যা শুনে কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সম্প্রতি নাশকতার মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু হলে আত্মগোপনে চলে যান আমির হামজা।
সিটিটিসি সূত্রে জানা গেছে, তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় গত ৫ মে সাকিব নামে একজনকে গ্রেফতার করা হয়। সাকিবকে গ্রেফতারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিব ছাড়াও আলী হাসান ও মাহমুদুল হাসান গুনবী নামে দুজনকে আসামি করা হয়।
সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিব কথিত বক্তা আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখের উগ্রবাদী-জিহাহি হামলার বার্তাসম্বলিত ভিডিও দেখেন এবং উগ্রবাদে আসক্ত হন। গত ১৫ মে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের তৎকালীন উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলাচেষ্টাকারী সাকিবকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, এক ইসলামী বক্তার নির্দেশে তিনি এই পরিকল্পনা করেছিলেন। কয়েকজনের ওয়াজ ও বক্তব্য শুনে জঙ্গিবাদে সম্পৃক্ত হন তিনি। আমরা সেসব বক্তাকে চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা করছি।’



 

Show all comments
  • Saiful Islam ২৫ মে, ২০২১, ১:০৭ এএম says : 0
    দেশের সব আলেম আঃলীগের শত্রু তা না হলে শুধু আলেমদের পিছনে লাগতো না
    Total Reply(1) Reply
    • প্রবাসী-একজন ২৫ মে, ২০২১, ৮:০৫ এএম says : 0
      মুসা (আ:)- ফেরাঊনকে আল্লাহর পথে আহবান করেছিলেন, তার অনৈতিক কাজের বিরোধিতা করেছিলেন তাকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নেয়ার জন্য; কিন্তু ফিরাউন তাঁকে শত্রু বানিয়ে ফেললো; তাঁকে হত্যার উদ্যোগ নিলো। সে ফিরাউন আজ কোথায়? পবিত্র কুরআনেই এর উত্তর রয়েছে।
  • মধুর মাছি ২৫ মে, ২০২১, ১:০৮ এএম says : 0
    তিব্র নিন্দা জানাই
    Total Reply(0) Reply
  • Abull Kashem ২৫ মে, ২০২১, ১:০৮ এএম says : 0
    এই গ্রেপ্তার গুলো সুদূর প্রশারী পরিকল্পনা এই গ্রেপ্তারের তিব্র নিন্দা জানাই
    Total Reply(0) Reply
  • Projoy Joy ২৫ মে, ২০২১, ১:০৯ এএম says : 0
    হায়রে দেশ এদেশে বসেও যে মুদির বিরুদ্ধে কথা বললে তাকে গ্রেফতার করবে।
    Total Reply(0) Reply
  • Abdus Salam Salman ২৫ মে, ২০২১, ১:১০ এএম says : 0
    তবুও আলহামদুলিল্লাহ্ কারণ গুম হয়ে যাবার সম্ভাবনা ছিল বেশী। আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমি এই জালিমের কাছে মুক্তি চাইবো না। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী।।
    Total Reply(0) Reply
  • Faysal Ahmed ২৫ মে, ২০২১, ১:১০ এএম says : 0
    তরুন প্রজন্মের অহংকার মুফতি আমির হামজা সাহেবের মুক্তি চাই। #FreeAmirHamza
    Total Reply(0) Reply
  • মোঃ রহমান ২৫ মে, ২০২১, ৩:৩৯ এএম says : 0
    আমি এই জালিমের কাছে মুক্তি চাইবো না। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী। এসব আলেমদের একমাত্র দোষ উনারা ভারত বিরোধী!
    Total Reply(0) Reply
  • সুজন ২৫ মে, ২০২১, ৪:৩৩ এএম says : 0
    তীব্র নিন্দা জানাই এই জালিম সরকারের হাত থেকে আল্লাহ বাংলাদেশকে মুক্ত করুন
    Total Reply(0) Reply
  • Rajib ২৫ মে, ২০২১, ৫:৪৩ এএম says : 1
    Very good
    Total Reply(0) Reply
  • habib ২৫ মে, ২০২১, ১০:০৭ এএম says : 0
    Awamleague ki ekhon Islamer dusmon?
    Total Reply(0) Reply
  • Dadhack ২৫ মে, ২০২১, ১২:১৪ পিএম says : 0
    No Qur'anic Law no peace, Allah created us and He knows for human being what is right and what is wrong. Man cannot legislated his own law, it is absolutely impossible, i.e. a camel cannot passthrough hole of a needle. Ruler have destroyed our whole country and people's morality as such the ruler can rule our beloved country without any problem. There are many Qur'nic ayat the Allah says: (Surah:Yusuf: Ayat:40) বিধান একমাত্র আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারও এবাদত করো না এটি সঠিক দিন কিন্তু অধিকাংশ লোক জানে না (Surah:18: Ayat:26) “আল্লাহ তার কোন সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না” Surah:5: Ayat:44: “যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না এমন লোক তো পূর্ণ কাফির” Surah:5: Ayat:45: “যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী ফায়সালা করে না তাহলে তো এমন ব্যক্তি পূর্ণ জালিম.” Surah:5: Ayat:47: “যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তাহলে তো এই লোকই পাপাচারী ফাসেক” (সুরা:মায়িদা,আয়াত:৪৮)‘আমি তোমাদের প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি এর আগে অবতীর্ণ কিতাবের সমর্থক ও সংরক্ষক হিসেবে। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে তাদের বিচার নিষ্পত্তি করো এবং যে সত্য তোমার কাছে এসেছে তা ত্যাগ করে তাদের খেয়াল-খুশির অনুসরণ কোরো না। তোমাদের প্রত্যেকের জন্য শরিয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯): “পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিঃসন্দেহে ইসলামই আল্লাহর কাছে একমাত্র দ্বিন। যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরও মতবিরোধ করেছিল।’ Surah:3: Ayat: 83: “তবে কি (তারা ) আল্লাহর দ্বীন ব্যতীত অন্য দ্বীন চায় ? এবং তাঁরই সম্মুখে গর্দান অবনত করেছে যে কেউ আসমানসমূহ ও যমীনে রয়েছে স্বেচ্ছায় ও বাধ্য হয়ে এবং তাঁরই দিকে প্রর্ত্যাবর্তন করবে ।” Surah: 3: Ayat: 85 “এবং যে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম চাইবে তা তার পক্ষ থেকে কখনো গ্রহণ করা হইবে না এবং সে পরকালে ক্ষতিগ্রহস্থদের অন্তর্ভূক্ত” । Surah:6: Ayat:114: “বল, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কে বিচারক মানবো? যদিও তিনি তোমাদের প্রতি বিস্তারিত ভাবে কিতাব অবতীর্ণ করেছেন. যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে এই কোরআন তোমার প্রতিপালকের নিকট হতে সত্যসহ অবতীর্ণ করা হয়েছে, সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না”
    Total Reply(0) Reply
  • Dadhack ২৫ মে, ২০২১, ৫:৪৮ পিএম says : 0
    আলেমরা হচ্ছে নবী রাসুলের উত্তরসূরী. তবে সেই সব আলেম যারা হক কথা বলে. দরবারী ও সরকারি আলেমরা না. আলেমদেরকে যারা কথায় কথায় উগ্র ও জঙ্গী বলে এবং ধরে ধরে জেলে দেয় অত্যাচার করে তারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে. আল্লাহ তা'আলা তাদের ব্যাপারে কোরআনের শাস্তির কথা বলেছেন এই দুনিয়াতে ও আখেরাতে সুরা আল-মাইদাহ: আয়াত:5:33: নিশ্চয়ই আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। Surah Nisa: 4:14: “যে কেউ আল্লাহ ও রসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি।“ রাসুলের হেদায়েত হল ন্যায়ের পথে আনুগত্য করা আর নাফরমানির বিরুদ্ধে বিদ্রোহ করা [Muslim] আর জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না অন্যথায় তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে. আর আল্লাহ ছাড়া তোমরা কোন সাহায্যকারী পাবে না অতঃপর তোমাদেরকে কোন সাহায্য করা হবে না [সূরা হুদ : ১১৩] "আর আল্লাহ্ জালিমদেরকে হেদায়েত দেন না।" [ সূরা বাকারা: ২৫৮]
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুফতি আমীর হামজা আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ