Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতন না পেয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকায় স্টিফেন সেতু গোমেজ নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবার। গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী প্রিয়াঙ্কা হার্নি বলেন, আমরা দুজনই চাকরি করতাম। এখন আমি চাকরি করি না। করোনার কারণে আমাদের সংসার ভালো চলছিল না। তার অফিস থেকে বেতনও ঠিকমতো পাচ্ছিল না। এসব নিয়ে মানসিক চিন্তায় হতাশাগ্রস্ত ছিলেন তিনি। হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমাদের ছয় বছর হলো বিয়ে হয়েছে। আমাদের কোনো সন্তান নেই। তিনি আরও জানান, সেতু গোমেজ রাজধানীর উত্তর কাফরুলের বাসিন্দা স্যামুয়েল গোমেজের সন্তান। বর্তমানে তারা গুলশানের কালাচাঁদপুর এলাকায় ভাড়া থাকতেন।
গুলশান থানার এসআই রেজাউল আলম বলেন, আমরা খবর পেয়ে গুলশানের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে তার লাশ দেখতে পাই। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক নানা চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবকের আত্মহত্যা

৮ মার্চ, ২০২২
২২ জানুয়ারি, ২০২২
২২ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ