Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালত সম্পূর্ণ স্বাধীন সরকার কোনোরূপ হস্তক্ষেপ করেনি

লাইভ আলোচনায় ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০০ এএম

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন। সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি। গতকাল রোববার তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত জাতিসংঘ গ্লোবাল রোড সেইফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার। এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে, ’৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যতঃ কিছুই করেনি। রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করেছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল।

ওবায়দুল কাদের বলেন, সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে। গাড়ি চালু করার আগে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সবার শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। তিনি এ বিষয়ে যাত্রী সাধারণ ও পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার লেন-আট লেন হোক না কেন, সড়ক ও পরিবহনে ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না। সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১০ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যে অসম উন্নয়ন সাধিত হয়েছে বিগত কোনো সময়ে তা হয়নি। তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো চলমান। আশা করা হচ্ছে, আগামী বছর এসব প্রকল্পের উদ্বোধন করা হবে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, যা এই সরকারের আরও একটি সাফল্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাইভ আলোচনায় ওবায়দুল কাদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ