পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ দূরপাল্লার যানবাহন চলালের অনুমতির জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী গতকাল এক যুক্ত বিবৃতিতে কর্মহীন পরিবহণ শ্রমিকদের পরিবার পরিজনের রুটি-রুজির বিচেনায় মানবিক কারণে আগামীকাল সোমকার থেকে দূরপাল্লার গণপরিবহণ চলাচলের অনুমতি প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ং
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রায় ৬০ লাখ মানুষ ঈদ উপলক্ষে রাজধানী থেকে গ্রামে চলে গেছে। সরকারী, বেসরকারী সকল অফিস, ব্যক্তিমালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, মার্কেট, শপিংমল, দোকান-পাট খোলা থাকার ফলে এই সকল মানুষ পুনরায় কোন না কোনভাবে গাদাগাদি করে ঢাকা শহরে ফিরে আসবে। তাই শুধুমাত্র দূরপাল্লার গণপরিবহণ বন্ধ রাখার কোন যৌক্তিক কারণ নাই। এ কারণে মানবিক কারণে দুরপাল্লার গণ পরিবহণ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চালু করাই যুক্তিসঙ্গত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।