Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বীন প্রচারকে মিশন হিসেবে নিয়েছিলেন আল্লামা হাশেমী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ১২:০০ এএম

ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর (রহ.) তিন দিনব্যাপী প্রথম বার্ষিক ওরশ গতকাল শুক্রবার শুরু হয়েছে। প্রথম দিনের কর্মসূচিতে ছিল ফ্রি চিকিৎসা সেবা ও খতনা ক্যাম্প।

গুলজারে হাশেমী ট্রাস্ট ও আন্জুমানে মুহিব্বানে রাসূল (সা.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে বায়েজিদ জালালাবাদ কুলগাঁওস্থ দরবারে হাশেমিয়া আলিয়ায় আয়োজিত ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন আহছানুল উলুম জামেয়া গাউছিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাযী মুহাম্মদ আবুল বয়ান হাশেমী।

তিনি বলেন, আল্লামা হাশেমী দ্বীন প্রচার ও মানবসেবাকে জীবনের মিশন হিসেবে নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ইয়াছিন, মাওলানা কাজী আবুল এহসান হাশেমী, মাওলানা কাজী আবুল বোরহান হাশেমী, আবুল কাশেম মাহবুব আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ