Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাবন্দি হেফাজত নেতা মাওলানা ইকবালের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক হেফাজত মহাসচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১১:০০ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিলুপ্ত কমিটির কারাবন্দি নেতা মাওলানা ইকবাল হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, হেফাজতের সোনারগাঁ উপজেলার নেতা মাওলানা ইকবাল হোসেন গতকাল কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১২ এপ্রিল সোনারগাঁ থানার দুই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে রিমান্ড ও কারাগারে ছিলেন তিনি।

হেফাজত মহাসচিব বলেন, আমরা জানতে পেরেছি গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরেও তাকে উন্নত চিকিৎসা দেয়া হয়নি। উন্নত চিকিৎসা না দিয়েই তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছিল। সেখানেই তিনি ইন্তেকাল করেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক। রিমান্ডে থাকা অবস্থায় মাওলানা ইকবাল হোসেনকে নির্যাতন করা হয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নিতে আল্লামা নুরুল ইসলাম সরকারের প্রতি আহŸান জানান। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর জ্ঞাপন করেন।



 

Show all comments
  • Afzal ২১ মে, ২০২১, ১১:৪৬ এএম says : 0
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আল্লাহ তাকে ক্ষমা করুন । তাকে জান্নাত নসীব করুন । তাঁর কবরের জীবনকে শান্তিময় করে দিন ।তার পরিবারের উপর রহমত ও বরতত নাজিল করুন । তার উপর জুলুম হয়ে থাকলে, যারা জুলুম করেছে তাদেরকে ইহকাল ও পরকালে শক্তভাব পাকরাও করুন ।
    Total Reply(0) Reply
  • Md. Afzalul Islam ২১ মে, ২০২১, ১১:৫৪ এএম says : 0
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আল্লাহ তাকে ক্ষমা করুন । তাকে জান্নাত নসীব করুন । তাঁর কবরের জীবনকে শান্তিময় করে দিন ।তার পরিবারের উপর রহমত ও বরতত নাজিল করুন । তার উপর জুলুম হয়ে থাকলে, যারা জুলুম করেছে তাদেরকে ইহকাল ও পরকালে শক্তভাব পাকরাও করুন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ