Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানাসাস’র মানববন্ধনে রোজিনার নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৮:২০ পিএম

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। একই সঙ্গে সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনাকে হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার (২০ মে) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে বানাসাস নেতৃবৃন্দ এই দাবি করেন।

এ ছাড়া এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছে সেটা প্রত্যাখ্যান করেছেন তারা। তারা বলেন, মুক্ত সাংবাদিকতার পথ রোধ করা যাবে না। তারা বলেন, নিজেদের অধিকার আদায়ের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের সভাপতি সভাপতি নাসিমা আক্তার সোমা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সচিবালয়ে স্বাস্থ্য বিভাগের ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করার দাবি জানাচ্ছি। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অপ্রত্যাশিত এবং অত্যন্ত লজ্জাজনক। এমন ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রসঙ্গে নাসিমা আক্তার সোমা বলেন, যারা নির্যাতন করেছেন তাদের দিয়েই কমিটি করা হয়েছে। তিনি এই কমিটি প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান।

সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী বলেন, স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সেখানে এমন অপ্রীতিকর ঘটনার মাধ্যমে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের সাংবাদিক হয়রানি করতে উৎসাহ দেওয়া হলো। তিনি বলেন, রোজিনা ইসলামের জামিন ও মামলা প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলন চলবে।

এ সময় বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক লাবিন রহমান, সদস্য সাবিরা ইসলাম, নির্বাহী সদস্য দীপা ঘোষ রীতা, ফারহানা হক শিমুল, হালিমা খাতুন, সালমা আফরোজ, সোনিয়া আক্তার, মিতু, নাহার আক্তার, আফরোজা আক্তার শেলী, রহিমা খানম, উর্মি আক্তার প্রমুখ। একাত্মতা প্রকাশ করে এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জার্নলিস্ট ফোরামের সভাপতি শাহিদুল ইসলাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল অদুদ, নতুনধারা বাংলাদেশ এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ’র সভাপতি বাদল চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি জাহিদুল ইসলাম, সাপ্তাহিক গেরিলার নির্বাহী সম্পাদক গাজী তুষার আহমেদ বাঘা, সিনিয়র সাংবাদিক শাহজাহান শাহিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ