Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেবুন্নেছার বিরুদ্ধে তথ্যভিত্তিক অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুদক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৬:১৬ পিএম | আপডেট : ৬:২৩ পিএম, ২০ মে, ২০২১

দুর্নীতির সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক অভিযোগ পেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনার জহিরুল হক সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন।

অনিয়মের ব্যাপারে কাজী জেবুন্নেছার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, এখানে এতো বিঘা ও বিদেশে সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখবো। জহরিুল হক আরও বলেন, প্রত্যেক বিভাগে দুর্নীতি আছে, প্রত্যেক বিভাগে ভালো মানুষ আছে। স্বাস্থ্যের বিরুদ্ধে অভিযোগ এলে সুনির্দিষ্ট হতে হবে, তথ্য ভিত্তিক হতে হবে। তাহলে আমরা ব্যবস্থা নেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সচিব কাজী জেবুন্নেছা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ