Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় কিশোরীর আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিককে বিয়ে করতে না পেরে জাকিয়া আক্তার (১৫) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকায় দুদু মেম্বারের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। জাকিয়া আক্তার পটুয়াখালীর টেকেরখালী গ্রামের রাজমিস্ত্রি আবু ইউসুফ মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, দুদু মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন রাজমিস্ত্রি আবু ইউসুফ ও চা-পান দোকানি আব্দুল মান্নান। ইউসুফের মেয়ে জাকিয়া ও মান্নানের ছেলে নাজমুলের (২০) এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। তারা উভয় বিয়ের জন্য পরিবারকে বললে কোনো পক্ষই রাজি হয়নি। তাই অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করে জাকিয়া।

জাকিয়ার বাবা ইউসুফ জানান, বিষ পান করে চিৎকার করলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকিয়াকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরীর আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ