Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটের নতুন ডিসি হলেন আজিজুর রহমান

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন নতুন শিল্প সচিব জাকিয়া সুলতানা। গতকাল সোমবার থেকে তিনি অফিস করছেন। এর আগে গত রোববার তিনি যোগদান করেছেন। গত ৯ মে জাকিয়া সুলতানাকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয় সরকার।

এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মুহাম্মদ আজিজুর রহমানকে বাগেরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

শিল্প মন্ত্রণালয়ে যোগদানের আগে জাকিয়া সুলতানা জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন। জাকিয়া সুলতানা ১৯৬৮ সালে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিটিউট (আইপিজিএমআর) থেকে অ্যানাটমি বিষয়ে ১৯৮৯ এবং ১৯৯১ সালে বিএসসি অনার্স (মেডিকেল) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও কর্মজীবনের বিভিন্ন সময় তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গত রোববার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মুহাম্মদ আজিজুর রহমানকে বাগেরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে বাগেরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব চালিয়ে আসা এ এন এম ফয়জুল হককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব করা হয়েছে। এছাড়া শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য খাদিজা বেগম তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ