Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রানা প্লাজা ধসে হত্যা মামলা : রাজউকের ইমারত পরিদর্শক আওলাদ কারাগারে

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রির্পোটার : রানা প্লাজা ভবন ধসের হত্যা মামলায় রাজউকের ইমারত পরিদর্শক মো. আওলাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল পলাতক এ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানী শেষে ঢাকার মুখ্য বিচারিক হাকিম শাহজাদী তাহমিনা আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে গত ২১ ডিসেম্বর একই আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে ৪১ জন আসামির মধ্যে ২৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ৩০ ডিসেম্বর পলাতক আসামিদের মধ্যে চারজন এবং গত ২৭ জানুয়ারি একজন আত্মসমর্পণ করলে তাদেরও জামিনের আবেদন নকচ করে কারাগারে পাঠায় আদালত। ফলে মামলাটিতে এখানো ১৭ জন আসামি পলাতক রয়েছেন। জামিনে আছেন ১৭ জন। এছাড়া রানা প্লাজা ভবন মালিক সোহেল রানাসহ সাত জন কারাগারে আছে। এরআগে ২০১৩ সালের ২৪ এপ্রিল মাসে রানা প্লাজা ভবন ধসে এক হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যায়। এ ছাড়া আহত হয় এক হাজার ১৭০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রানা প্লাজা ধসে হত্যা মামলা : রাজউকের ইমারত পরিদর্শক আওলাদ কারাগারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ