Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন

প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০১ এএম

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামিক ফ্রন্ট। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ফিলিস্তিনে মসজিদুল আকসায় নামাজরত নিরীহ-নিরস্ত্র মুসল্লীদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলা ইহুদী-খৃষ্টানদের চিরায়ত মুসলিম বিদ্বেষী মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ। তিনি নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের অব্যাহত জাতিগত নিধনযজ্ঞ ও ন্যাক্কারজনক হামলা বন্ধের দাবি জানান। সমাবেশ থেকে আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল রোববার প্রেসক্লাব চত্বরে মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। সাংগঠনিক সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় সমাবেশে মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা এম ওয়াহেদ মুরাদ, ডা. হাসমত আলী তাহেরী, ইলিয়াস খান ইমু, মঈনউদ্দীন সঞ্জরী, ডা. শাহজাহান, মাওলানা জিয়াউল হক বিপ্লবী উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলী আগ্রাসন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ