Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নতুন মহাসচিব শহীদুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ৭:২৩ পিএম

সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নতুন মহাসচিব হলেন কে এম শহীদুল্লাহ। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ মে শনিবার তাকে এ দায়িত্ব দেন। সংগঠনের মহাসচিব প্রয়াত সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

এর আগে সংগঠনের পক্ষ থেকে মহাসচিবের শূন্য পদটি পূরণের জন্য প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। সেই আবেদনে কে এম শহীদুল্লাকে মহাসচিবের দায়িত্ব দেন শেখ হাসিনা

সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে কে এম শহীদুল্লাহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে ছিলেন। ৩৩ বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন। বর্তমানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তিনি।

তিনি বলেন, এই সংগঠনের জন্ম ৩৩ বছর আগে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। ঢাকাসহ সারাদেশেই আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে থাকি। প্রতি বছর ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করে থাকেন। আমাকে এই সংগঠনের মহাসচিব দায়িত্ব দেয়ায় আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ