পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মন্ত্রীর পদমর্যাদায় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ পদে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি যোগদান করেন।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৫ মে এই নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে মোহাম্মদ জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন।
এর আগে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ নিয়ো দেয়া হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়, ওই পদে অধিষ্ঠিত থাকাকালে মোহাম্মদ জিয়াউদ্দিন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।