Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কবি হাবীবুল্লাহ সিরাজীর অবস্থা সঙ্কটাপন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০১ এএম

অস্ত্রোপচারের পর এখনও শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। গত ২৭ এপ্রিল রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের পর থেকেই তিনি আইসিউতে রয়েছেন।

পরিবারের বরাত দিয়ে বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাকস্থলীর সমস্যার কারণে হাবীবুল্লাহ সিরাজী গত ২৬ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৭ এপ্রিল অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। তিনি আরো জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরে টিউমার পরীক্ষা করে জানা যায় তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত। কিন্তু এখনও জ্ঞান না ফেরায় কেমো দেওয়া যাচ্ছে না। হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে তিনি একুশে পদক পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবি হাবীবুল্লাহ সিরাজী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ