পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীতে আম গাছ থেকে পড়ে ছাত্রলীগের সাবেক এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেছারুল হক বাবর (৩৫) সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। নগরীর ফিরিঙ্গী বাজার এলাকার তার বাসা। বুধবার রাতে সদরঘাট থানার হোটেল শাহজাহান সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বন্ধুরা জানিয়েছেন, দুষ্টুমির ছলে গাছে আম পাড়তে উঠেছিলেন তিনি। অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান। গুরুতর আহত নেছারুল হক বাবরকে তার বন্ধুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টায় তাকে মৃত ঘোষণা করা হয়। মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি জানান, রাতে রনিসহ বন্ধুরা মিলে হোটেল শাহজাহানের সামনের চত্বরে বসে গল্প করছিলেন।
সেই চত্বরে থাকা গাছ থেকে ঝরে পড়া একটি পাকা আম দেখে আরও আমের আশায় নেছারুল গাছে ওঠেন।
বন্ধুরা রাতের অন্ধকারে গাছে না ওঠার জন্য নিষেধ করলেও শোনেনি। গাছের এক ডাল থেকে অন্য ডালে পা দেয়ার সঙ্গে সঙ্গে সেটি ভেঙ্গে নেছারুলসহ নিচে পড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।