পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্যবসায়ী নেতা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালের বিদেশ ভ্রমণে কোনো বাধা নেই।
এক আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ তার বিদেশ ভ্রমণে তিন মাসের জন্য অনুমতি দেন। আদেশের পাশাপাশি তাফসির মোহাম্মদ আউয়ালের বিদেশগমনে দুর্নীতি দমন কমিশনের নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুলনিশি জারি করেন আদালত। তাফসির আউয়ালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
ব্যারিস্টার সাকিব মাহবুব জানান, তাফসির মোহাম্মদ আউয়ালের বিদেশ যাওয়ার ওপর গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুদক। এ কারণে তাফসির আউয়াল বিদেশ যেতে পারছিলেন না।
এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তিনি। রিটে তাফসির আউয়াল বিদেশ যাওয়ার অনুমতি চান। বুধবার আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।