Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুঃস্থ-অসহায়দের সহযোগিতা করুন

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ওয়েবিনারে বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:০১ এএম

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে আলোচকগণ বলেছেন, ইসলামী ব্যাংকিংয়ে কৃষি, স্বাস্থ্য, এসএমই ইত্যাদিকে অগ্রাধিকার প্রদানের পাশাপাশি নিঃস্বার্থে দুঃস্থ-অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। বিশেষত, ইসলামী ব্যাংকিং ও অর্থনীতির যুগোপযোগী গবেষণায় সাদাকায়ে জারিয়াহ ও ক্যাশ ওয়াক্বফের মতো খাতকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। অন্যথায় ইসলামী অর্থনীতির ক্ষেত্রে মাক্বাসিদে শরীয়াহ্ তথা শরীয়াহর লক্ষ্য-উদ্দেশ্য অর্জিত হবে না।

গতকাল বুধবার সকাল ১১টায় ‘মানবতার কল্যাণে ক্যাশ ওয়াক্বফ ও সাদাক্বায়ে জারিয়াহ : সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভ‚মিকা’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা একথা বলেন। সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফের উদ্বোধন এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্স-এর প্রফেসর এম. কবির হাসান, পিএইচডি। প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং প্রধান আলোচক হিসেবে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ফিক্বহ কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী ওয়েবিনারে সংযুক্ত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের উপদেষ্টা শাহ্ আব্দুল হান্নান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব আরাস্তু খান, সিয়াকো ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের নির্বাহী চেয়ারম্যান সালাহ্ উদ্দিন কাসেম খান, আইবিসিএফ-এর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জনাব মো. আব্দুল আউয়াল সরকারসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওয়েবিনারে মার্কেট লিডারদের মধ্যে ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, বিভিন্ন ব্যাংকের ফক্বীহ সদস্য, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. গোলজারে নবী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ, সিআইপিএ, সিএসএএ।
আলোচকগণ বলেন, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বিত্তবানদের বাস্তব পদক্ষেপ নিতে হবে। এ ছাড়াও তারা শরীয়াহ গবেষণা, মানবসম্পদ উন্নয়নসহ জ্ঞানার্জনের বিভিন্ন কার্যক্রমে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডকে ক্যাশ ওয়াক্বফ ও এককালীন অনুদান প্রদানের মাধ্যমে সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণের আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুঃস্থ-অসহায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ