পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ থেকে বেশি সংখ্যক দক্ষ কর্মী নিতে ওমানকে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মিজানুর রহমান। সোমবার (৩ মে) ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ আল-বাওয়াইনের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। শ্রমমন্ত্রীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।
বাংলাদেশি দূতের অনুরোধের জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, প্রস্তাবিত বিষয়টি তিনি আন্তরিকতার সঙ্গে আমলে নেবেন। বৈঠকে শ্রমমন্ত্রী ও রাষ্ট্রদূত অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় রাষ্ট্রদূত দেশটিতে অবস্থান করা বাংলাদেশি কর্মী এবং পেশাদারদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ থেকে পেশাদার কর্মী বিশেষ করে চিকিৎসক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও মেরিন ইঞ্জিনিয়ার নিতে রাষ্ট্রদূত শ্রমমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।