Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের দক্ষ কর্মী নিতে ওমানের শ্রমমন্ত্রীকে অনুরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১১:৪০ পিএম

বাংলাদেশ থেকে বেশি সংখ্যক দক্ষ কর্মী নিতে ওমানকে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মিজানুর রহমান। সোমবার (৩ মে) ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ আল-বাওয়াইনের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। শ্রমমন্ত্রীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

বাংলাদেশি দূতের অনুরোধের জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, প্রস্তাবিত বিষয়টি তিনি আন্তরিকতার সঙ্গে আমলে নেবেন। বৈঠকে শ্রমমন্ত্রী ও রাষ্ট্রদূত অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রদূত দেশটিতে অবস্থান করা বাংলাদেশি কর্মী এবং পেশাদারদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ থেকে পেশাদার কর্মী বিশেষ করে চিকিৎসক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও মেরিন ইঞ্জিনিয়ার নিতে রাষ্ট্রদূত শ্রমমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানান।



 

Show all comments
  • Quazi Nazmul Hassan ৪ মে, ২০২১, ৭:২২ এএম says : 0
    মাননীয় রাস্ট্রদূত জনাব মিজানুর রহমানের এই কূটনৈতিক এবং মহতী উদ্যোগ এর জন্যে তাঁকে অভিনন্দন জানাই ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঙ্গলাদেশ-ওমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ