Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যান চলাচলের জন্য উন্মুক্ত

মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের দ্বিতীয় অংশ

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৪৫ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস গেইট ফ্লাইওভারটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ ফ্লাইওভারের উদ্বোধন করেন। এটি এক কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু যা আলোচিত মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের দ্বিতীয় অংশ। এর আগে গত মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমনা থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ফ্লাইওভারের প্রথমাংশ উদ্বোধন করেন। ইস্কাটন- মৌচাক অংশের উদ্বোধনকালে এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ফ্লাইওভার উদ্বোধন করে দিয়েছেন। আমরা এর সাইটগুলো উদ্বোধন করছি। আমি যে অংশটার উদ্বোধন করলাম সেটার দৈর্ঘ্য এক কিলোমিটার। অন্য অংশগুলো আগামী বছর জুন-জুলাইয়ের মধ্যে উদ্বোধন করতে সক্ষম হব। আশা করি ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গেলে তা যানজট নিরসনে ভূমিকা রাখাবে। এ সময় অন্যদের মধ্যে এলজিআরডি সচিব আব্দুল মালেক, প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে ২০১৩ সালের ১৬ ফেব্রæয়ারি নির্মাণকাজ শুরু হয় এই ফ্লাইওভারের। দু’বছরের মধ্যে ২০১৫ সালের মধ্যে শেষ করার কথা ছিল। ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। পরে তিন দফায় সময় বাড়িয়ে এখন ২০১৭ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে। মেয়াদ বাড়ার পাশাপাশি প্রকল্পের ব্যয়ও প্রায় ৫৮ শতাংশ বাড়ানো হয়েছে। পুরো প্রকল্পটির মধ্যে রয়েছে আট কিলোমিটার দৈর্ঘ্যের চারলেনের ফ্লাইওভারটি। এটি তেজগাঁওয়ের সাতরাস্তা, সোনারগাঁও হোটেল, মগবাজার, রমনা (হলিফ্যামিলি হাসপাতাল সংলগ্ন রাস্তা), বাংলামোটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইন্স ও শান্তিনগর মোড় পর্যন্ত বিস্তৃত। ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স নাভানা জেভি’ এবং চীনা প্রতিষ্ঠান দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি) ও তমা কনস্ট্রাকশন লিমিটেড এটির নির্মাণ কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যান চলাচলের জন্য উন্মুক্ত

১৬ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ