পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ভোটের মাঠে লড়াই দিন দিন কঠিন হয়ে উঠছে। উভয়ের মধ্যে কাকে বেছে নেবেন তা নিয়ে দ্বিধা বাড়ছে ভোটারদের মধ্যে। সর্বশেষ নিউইয়র্ক টাইমস এবং সিবিএসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এ জরিপে দেখা যাচ্ছে, ৪৬ শতাংশ মার্কিন সম্ভাব্য ভোটার হিলারিকে সমর্থন করছেন। অন্যদিকে, ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন ৪৪ শতাংশ। আর নিবন্ধিত ভোটারদের মধ্যে হিলারিকে ভোট দেবেন ৪৬ শতাংশ, অন্যদিকে নিবন্ধিত ভোটারদের ৪১ শতাংশ চান ট্রাম্পকে। সতন্ত্র প্রার্থীদের মধ্যে গ্যারি জনসনকে ৮ শতাংশ এবং জিল স্টেইনকে ৪ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।
কিছুদিন আগেও আমেরিকার জাতীয় জরিপে হিলারি বেশ এগিয়ে ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহে ওই অবস্থান অনেকটা হারিয়েছেন তিনি। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, দুই প্রতিদ্ব›দ্বীর ব্যবধান ততই কমে আসছে।
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় গোপন নথি পাঠানোর কাজে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে বিতর্কের মুখে পড়েন হিলারি। এফবিআইর তদন্তে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ না আনা হলেও হিলারি ‘অত্যন্ত অসতর্ক’ ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির পরিচালক। এই মন্তব্যে হিলারি বেশ বিপাকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাই তার প্রচারণা শিবির এই বিতর্কের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে যথাসাধ্য চেষ্টা করছে।
আগস্টের শেষ সপ্তাহে রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গিয়েছিল, হিলারি ৮ পয়েন্ট এগিয়ে ছিলেন। কিন্তু তারপর থেকেই ট্রাম্প ব্যবধান কমিয়ে আনতে থাকেন। হিলারি এখনো আমেরিকার ১৭টি অঙ্গরাজ্যে জয় পাওয়ার মতো অবস্থানে রয়েছেন। এসব অঙ্গরাজ্যের অনেকগুলোই বেশ জনবহুল। এগুলোর মধ্যে নিউইয়র্ক, নিউ জার্সি এবং ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্য রয়েছে। ট্রাম্প ২৩টি অঙ্গরাজ্যে জয় পাওয়ার মতো অবস্থানে রয়েছেন, তবে সেগুলো তুলনামূলকভাবে কম জনবহুল। গত কয়েক সপ্তাহে হিলারি যেসব অঙ্গরাজ্যে জয় পাবেন বলে দেখা গিয়েছিল, সেগুলোর মধ্যে ওহিও এবং ফ্লোরিডায় তার অবস্থান টলে গেছে। এখন এই দুটি রাজ্যে হিলারি ও ট্রাম্পের সমর্থন প্রায় সমান সমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।