Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূলের বিজয় তিস্তার পানি ও সীমান্ত হত্যা বন্ধ ইস্যুতে ভূমিকা রাখবে : তাবিথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ৯:২০ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে বিএনপির আন্তর্জাতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল বলেছেন, তৃণমূলের বিজয় তিস্তার পানি ও সীমান্ত হত্যা বন্ধ ইস্যুতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা তাবিথ আউয়াল তার নিজের ফেসবুক পেইজে বলেন, আশা করি, তিস্তার পানি বণ্টন চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধে তৃণমূলের এই বিজয় ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সমন্বিত উদ্যোগ জরুরি। প্রাণঘাতী এই ভাইরাসকে মোকাবিলায় কেবল নিজ স্বার্থ না দেখে দুই বাংলার পারস্পরিক সহযোগিতার মনোভাব প্রত্যাশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ