Inqilab Logo

শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মার্কেন্টাইল ব্যাংক বিভাগীয় প্রধানদের সঙ্গে পর্যালোচনা সভা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ৫:৪০ পিএম

 

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে একটি পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মে) ব্যাংকের বোর্ডরুমে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির পুনর্নির্বাচিত চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম। তিনি ব্যাংকের সকল নির্বাহী ও কর্মকর্তাদের সতর্কতার সাথে করোনা অতিমারী মোকাবিলা করে আরো মেধা ও শ্রম দিয়ে ব্যাংকের সকল ধরণের সেবা অব্যাহত রাখার নির্দেশ দেন। বিশেষ করে তিনি করোনা পরিস্থিতিতে ক্রেডিট কার্ডের সেবার মান ও পরিধি বৃদ্ধি, সকল পর্যায়ের মানুষের কাছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘মাইক্যাশ’ এর সার্ভিস পৌঁছে দিতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। মোরশেদ আলম ব্যাংকের নন-পারফর্মিং লোন (এনপিএল) রিকভারির মাধ্যমে ও ক্রমান্বয়ে লোকসানি শাখা কমিয়ে ব্যাংকের মুনাফা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের সাথে সম্পর্কোন্নয়ন ও সব ধরণের সেবার মান বৃদ্ধির জন্য বিভাগীয় প্রধানদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মোরশেদ আলম পুনর্নির্বাচিত হওয়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট ও বিভাগীয় প্রধানরা তাঁকে স্বাগত জানান। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, মার্কেন্টাইল ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ চেয়ারম্যানের নেতৃত্বে ব্যাংকটি সকল মানদন্ডে যাতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করতে পারে সেজন্য সকল পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাদের আরও ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ