পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঝালকাঠির নেছারাবাদসহ দেশ-বিদেশে নানা প্রান্তে পালিত হলো উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.)’র ১৩তম ইন্তেকাল বার্ষিকী। গত বুধবার এ উপলক্ষে তার জন্মস্থান ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবারে দিনব্যাপী নানান ইসলাহী প্রোগ্রামসহ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ, ঝালকাঠির উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.)-এর জীবন ও অবদান’ শীর্ষক এক বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা।
মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আমির হোসেন আমু এমপি, বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ বজলুল হক হারুন।
আলোচক হিসেবে অংশগ্রহণ করেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমীন খান, ব্যারিস্টার এবিএম ছিদ্দীকুর রহমান খান, সাবেক এডিশনাল সেক্রেটারি শরীফ তৈয়বুর রহমান, ন্যাশনাল টিউবারক্লোসিস কন্ট্রোল প্রোগ্রাম-এর কনসালটেন্ট ডা. অঞ্জন কুমার নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আলী হায়দার মুর্শিদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ আবুল কালাম প্রমুখ। বক্তারা কায়েদ ছাহেব হুজুর (রহ.)-এর অনুসৃত নীতি ও কর্মপন্থাকেই বর্তমান সামাজ, রাষ্ট্র ও বৈশ্বিক সঙ্কট উত্তরণের হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে সর্বত্র হুজুরের জীবন ও কর্মের ওপর আলোচনা, পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
সভাপতির ভাষণে হযরত নেছারাবাদী হুজুর বলেনÑ‘হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর অসংখ্য ছাত্র যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন তাদের কর্মকাÐ ও উদ্দীপনা থেকে আমাদের যে আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে তাতে আমরা নিশ্চিত যে, দ্ব›দ্ব-কলহ, দলাদলি-উগ্রতামুক্ত সুখি জীবন লাভের জন্য ইসলামের প্রকৃত অনুসরণকারী হওয়ার জরুরি। এ বিষয়ে হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) সময়ের দৃষ্টান্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।