Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ায় ১৫ মেগাওয়াট প্ল্যান্ট স্থাপন করবে সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৬:৫৩ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকার ১৫ মেগাওয়াটের জ্বালানী তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। দেশ বিদ্যুৎ লিমিটেড কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকল্পটির ব্যয় হবে ১,৩৯৬.৬৫ কোটি টাকা এবং ১৫ বছরের জন্য এটি চালিত হবে।

গতকাল এক বৈঠকে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, সর্বত্র সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সম্ভব নয়। সৌর বিদ্যুৎ স্থাপনের পর্যাপ্ত জায়গা না থাকায় বিদ্যুৎকেন্দ্র অনুমোদিত হয়। তিনি বলেন, "সাধারণত আমরা ভারী জ্বালানী তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে নিরুৎসাহিত করি।"

মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, সর্বনিম্ন দরদাতা প্রকল্পটি পেয়েছে এবং প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম হবে ১২.১ সেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ কেন্দ্র স্থাপন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ