Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িয়ে পাওয়া অরণ্যের জন্য ঈদ উপহার পাঠালো ওসি আনোয়ার

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জের জঙ্গলে পড়ে পাওয়া সেই শিশু অরণ্য পালিত পিতা-মাতা বসির আহম্মেদ ও আমেনা খাতুনের কাছে আদরেই আছে। দিন দিন বড় হচ্ছে অরণ্য। তবে জঙ্গলে কুড়িয়ে পাওয়া অরণ্যকে ভুলেননি কালীগঞ্জ থানার সাবেক অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন। শিশুটিকে পাওয়ার পর তাকে ডাক্তার দেখানো, দুধ ও পোশাক পরিচ্ছেদ কিনে দেওয়াসহ নাম রাখার কাজটি করেছিলেন তিনি। বর্তমানে তিনি মেহেরপুরের গাংনী থানায় কর্মরত রয়েছেন। এখনো তিনি শিশু অরণ্যের খোঁজ-খবর রাখেন। অরণ্য কেমন আছে, কিভাবে কাটবে তার ঈদ উৎসব এসব ভেবে ওসি আনোয়ার ছুটি না পেলেও রোববার দুপুরে তার স্ত্রী, পুত্র-কন্যাদের পাঠিয়েছিলেন কালীগঞ্জে। তারা সবাই মিলে দুপুরে যান অরণ্যের পালিত পিতা বসির আহম্মেদের কালীগঞ্জস্থ গোপালপুরের বাড়িতে। সেখানে তাকে কোলে তুলে নেন ওসি আনোয়ারের স্ত্রী মিসেস আনোয়ার। এসময় ওসি আনোয়ারের দু’কন্যা ও এক পুত্র সন্তানও উপস্থিত ছিলো। তারা শিশুটিকে আদর করেন। কোলে নিয়ে শিশু অরোণ্যকে ঈদের নতুন পোশাক পরিয়ে দেন। খাবার জন্য হাতে তুলে দেয় দুধ। জঙ্গলে পড়ে পাওয়া শিশুটি বড় আদর যতেœ পালিত হতে দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং মহৎ এ কাজের জন্য বসির দম্পতিকে ধন্যবাদ জানান মিসেস আনোয়ার। উল্লেখ্য ২০১৫ সালের ১৭ ডিসেম্বর সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি কবর স্থানের জঙ্গলে সদ্য ভুমিষ্ট এক ছেলে নবজাতক শিশুকে পাওয়া যায়। জঙ্গলে শিশুটিকে পাওয়ায় ওসি তার নাম দেন অরণ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িয়ে পাওয়া অরণ্যের জন্য ঈদ উপহার পাঠালো ওসি আনোয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ