Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : গতকাল রোববার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আরিফুল ইসলাম (২৪) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (২০)। তারা তালোড়ার দেবখ- মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দম্পত্তি তালোড়া রেলস্টেশনের দুই কিলোমিটার মধ্যে দেবখন্ড রেলসেতুর অদুরে রেল লাইনের ওপর দিয়ে হাটছিলেন। এ সময় দিনাজপুর থেকে থেকে সান্তাহার গামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের (৭৬৮) নীচে তারা কাটা পড়েন। বগুড়া রেলওয়ে পুলিশের এস আই হারুন অর রশিদ জানিয়েছেন, স্বামী স্ত্রী দু’জনই মানসিক অসুস্থ্য ছিলেন। অসতর্ক ভাবে রেললাইনের ওপর দিয়ে হেঁেট যাওয়ার সময় সম্ভবত ট্রেন চলে আসার বিষয়টি তারা টের পাননি। এতে ট্রেনের নীচে কাটা পাড়ে দুজনই ঘটনাস্থলেই মারা যান। নিহত আরিফুল ভ্যান চালক ছিলেন। দুপচাঁচিয়া থানা পুলিশ জানিয়েছে ট্রেনে কাটা পরে স্বামী স্ত্রীর মৃত্যুর বিষয়টি রেলওয়ে থানা পুলিশ তদন্ত করছে।







 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ