পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যাদের গাফিলতির কারণে গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো প্যাকেজিং কারখানায় দুর্ঘটনা ঘটেছে তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গতকাল টঙ্গীর ট্যাম্পাকো কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় দলের নেতাকর্মী ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
ড. কামাল বলেন, এ ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক আইন রয়েছে। সেই আইনে তাদের (যাদের গাফিলতি আছে) বিচার সম্ভব। তিনি আরো বলেন, একটি ঘটনার পর কয়েক দিন কথাবার্তা চলে, পরে আর কেউ মনে রাখে না। সরকারের উচিত সবাইকে নিয়মনীতি মানতে বাধ্য করা। নিয়মনীতি না মানায় কারখানায় কেন বারবার দুর্ঘটনা ঘটছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী কামাল হোসেন বলেন, রানা প্লাজা ধসের ঘটনা সারাবিশ্ব দেখেছে। এ ঘটনাও দেশ-বিদেশের মানুষ দেখবে। এ ধরনের ঘটনা দেশের জন্য মঙ্গলজনক নয়। রানা প্লাজা দুর্ঘটনার সময় সবাই খেটেছিল। উদ্ধার কাজ চালিয়েছিল। এখানেও সাধারণ মানুষই কাজ করছে। উল্লেখ্য, ১০ সেপ্টেম্ব শনিবার ভোর ৬টায় টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো প্যাকেজিং কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে পাঁচতলা ভবনটি আংশিক ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।