পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নৌ-বাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় হাজী মো. সেলিম এমপি’র ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান মো. সেলিমের কারামুক্তিতে আইনগত কোনো বাঁধা নেই। এ কথা জানিয়েছেন তার কৌঁসুলি সাঈদ আহমেদ রাজা। এ মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ সুপ্রিম কোর্ট বহাল রাখার আদেশের পর গতকাল রোববার কথা জানান তিনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগীয় বেঞ্চ শুনানি শেষে ইরফানের জামিন আদেশ বহাল রাখেন।
আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
এর আগে গত ১৮ মার্চ ইরফান সেলিমকে জামিন দেন হাইকোর্ট। ওই জামিন আদেশের বিরুদ্ধে সরকারপক্ষের আবেদনের শুনানি শেষে গত ২৮ মার্চ ৪ সপ্তাহের জন্য তার জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ। পরে জামিনের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন ইরফান সেলিম। সেটিও শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান চেম্বার কোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।