Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্ন আয়ের মানুষদের পাশে জেসিআই ঢাকা কসমোপলিটন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ৯:০৬ পিএম

জেসিআই ঢাকা কসমোপলিটন অসহায় মানুষদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করেছেl বিশেষ করে লকডাউনের মধ্যে যে সকল শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, যাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে, তাদের জন্য প্রতিদিন ইফতার সরবরাহ করছে জেসিআই ঢাকা কসমোপলিটন। আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার কিচেন হতে প্রতিদিন ঢাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়া হচ্ছে এই ইফতার। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলমান থাকবে। জেসিআই ঢাকা কসমোপলিটন সবসময়ই মানবসেবা এবং সাধারণ মানুষের জন্য একের পর এক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছেl এই কার্যক্রম জেসিআই ঢাকা কসমোপলিটন এর প্রজেক্ট "সুখের ঠিকানা" মাধ্যমে পরিচালিত হচ্ছে। সুখের ঠিকানা প্রজেক্টে যারা অসহায় এবং বৃদ্ধ বিশেষ করে বৃদ্ধাশ্রমের যারা আছে তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করে আসছে জেসিআই ঢাকা কসমোপলিটন। রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ মানুষদেরকে, যে ধরনের বৃদ্ধাশ্রমের রাখা হয় বিশেষ করে কল্যাণপুরের চাইল্ড এন্ড ওল্ড কেআরফরম এবং উত্তরার আপন নিবাস সেসব বৃদ্ধাশ্রমের নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছে জেসিআই ঢাকা কসমোপলিটন। করোনাকালীন এই সময়ে, এই কার্যক্রম সরাসরি পরিচালিত করছে জেসিআই ঢাকা কসমোপলিটন এর জেনারেল সেক্রেটারি চৌধুরী নুর-এ-সানি, মাসুকুর রহমান এবং সালাউদ্দিন শাফিনl জেসিআই ঢাকা কসমোপলিটন এর প্রেসিডেন্ট সাইফ উদ্দৌলা বলেন "আমরা সুখের ঠিকানা প্রজেক্ট এর মাধ্যমে বরাবরই অসহায় মানুষদের জন্য কাজ করে আসছি এরই ধারাবাহিকতায় যারা শ্রমজীবী এবং নিম্নআয়ের মানুষ জন, যাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে, তাদের জন্য এই বিশেষ ইফতারের ব্যবস্থা আমরা চালু করেছি আমাদের পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলমান থাকবেl তিনি আরো বলেন কিংবদন্তী ফাউন্ডেশন এই কার্যক্রমের ডিসট্রিবিউশন পার্টনার হিসেবে কাজ করছেl আমাদের উদ্যমী ভলান্টিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষদের কাছে প্রতিদিন ইফতারের আগে খাবার পৌঁছে দিচ্ছে।"



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ