পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সরকারপ্রধান ঘোষিত প্রণোদনা যাতে যোগ্য ব্যক্তিরা পায় এবং শতভাগ স্বচ্ছতা বজায় থাকে এ ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনা নিয়ে কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ মোকাবেলা করার পাশাপাশি কর্মহীন নিম্ন আয়ের মানুষেরা যাতে অভাবে না থাকে সেদিকেও সু-দৃষ্টি রাখছেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ লাখ পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।