পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার
স্বজনদের সঙ্গে ঈদ করা হলো না চা দোকানি আবদুল কুদ্দুসের (৩০)। স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়ি নোয়াখালীর উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু বাসে ওঠার আগেই ছিনতাইকারী কেড়ে নিল তার মালামাল। শুধু তা-ই নয় ছিনতাইকারীর ধারালো অস্ত্র তার প্রাণও কেড়ে নেয়। গতকাল শনিবার ভোরে রাজধানীর বংশাল থানাধীন ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস সদরদফতরের সামনে এই ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি। রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় তার চায়ের দোকান ছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেডিকেল সূত্র জানায়, গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি যাবার জন্য গতকাল ভোর ৫টার দিকে বাসা থেকে সায়বাদাদ বাস টার্মিনালের উদ্দেশে রওনা হন কুদ্দুস। তাকে বহনকৃত রিক্সাটি ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস সদর দফতরের কাছে পৌছালে ৩-৪ জন ছিনতাইকারীরা তার পথরোধ করে। তারা আবদুল কুদ্দুসের টাকা ও মালামাল নিয়ে পালানোর চেষ্টা করলে আবদুল কুদ্দুস চিৎকার দেন। এসময় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। নুরে আলম নামে একজন রিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু সময় পর সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুছ মারা যান। গতরাত পর্যন্ত এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।